তিতাসে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৫৮ ২৬ মার্চ ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার তিতাস উপজেলায় নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে তিতাস উপজেলার বন্দরামপুর গ্রামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে তিতাস থানা পুলিশ। নিহত হেলাল ওই গ্রামের দারোগা আলীর ছেলে।
তিতাস থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ১৫ মার্চ দিনমজুরের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন হেলাল। ওই দিন রাতে বাড়ি ফেরেননি তিনি। তাকে খুঁজে না পেয়ে ১৭ মার্চ তার বাবা তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বুধবার বন্দরামপুর গ্রামের ডোবায় হেলালের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ রাতে ডোবা থেকে মরদেহ উদ্ধার করলে নিহতের স্বজনরা তা শনাক্ত করেন।
নিহতের মা জাহেদা বেগম বলেছেন, আমার ছেলে সরল প্রকৃতির ছিল। কারো সঙ্গে তার বিরোধ ছিল না। ছেলে হত্যার বিচার চাই।
ডেইলি বাংলাদেশ/এমকে