Alexa তিতাশ হাসপাতালে প্রসূতির মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

তিতাশ হাসপাতালে প্রসূতির মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:৩১ ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০২:৩৪ ১৯ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের তিতাশ ইউনিটি হাসপাতালে প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর ঘ্টনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. মোঃ সাঈদ দেলোয়ারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন হয়।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, এ ঘটনার তদন্ত করে কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া শনিবার রাতে তিতাশ ইউনিটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে তালা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে।

ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস শামস্ জানান, প্রসূতির গর্ভে একটি ছেলে শিশুর মরদেহ পাওয়া গেছে।

তিনি বলেন, অ্যানেস্থেসিয়া দেয়ার পরপরই ওই প্রসূতির মৃত্যু হয়েছে। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই রত্না বেগম মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
 
ডেইলি বাংলাদেশ/এমকেএ