Alexa তাড়াশে মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রশিক্ষণ শুরু

তাড়াশে মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রশিক্ষণ শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৫০ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে মুজিববর্ষ উপলক্ষে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তোফাজ্জাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও ইফফাত জাহান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, জেলা মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক আহসান হাবীব, উপজেলা প্রোগ্রাম অফিসার হাবিবুল্লাহ, সন্ধানী সমাজ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান শাহিদা পারভীন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বুলবুল আহমেদ প্রমুখ।

উপজেলা প্রসাশন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় এ প্রশিক্ষণ চলবে পাঁচদিন। এতে অংশ নিচ্ছেন ৩৩৬ জন শিক্ষক ও সুপারভাইজার।

ডেইলি বাংলাদেশ/এআর