Alexa তাহিরপুর সীমান্তে মাদকসহ দুইজন ধরা

তাহিরপুর সীমান্তে মাদকসহ দুইজন ধরা

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৫ ১৫ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজা, মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

তারা হলেন- নরসিংদী জেলার রামপুরা উপজেলার পূর্ব হরিপুর গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী মোছা. জরিনা বেগম এবং তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউপির (উত্তর) মোকশেদপুর গ্রামের আবু চান মিয়ার ছেলে রাকিব হোসেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লাউড়েরগড় বিওপির একটি টহল দল সীমান্তের মোকছেদপুর নামক স্থান থেকে চার কেজি গাঁজা, একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে। যার বাজার মূল্য এক লাখ ৪৯ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, আটকদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে তাহিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/আরএম