Alexa তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি   ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:৩৭ ১১ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে ১৯৫ ইয়াবাসহ ব্যবসায়ী অজুদকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউপির শিমুলতলা গ্রামের কাঁচা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার অজুদ ওই গ্রামের মফতে আলীর ছেলে।

র‌্যাব-৯ এর সিপিসি-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে শিমুলতলা গ্রামের কাঁচা সড়কে অভিযান চালানো হয়। অভিযানে ১৯৫ ইয়াবাসহ অজুদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ তিন হাজার টাকা, একটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। পরে অজুদকে উদ্ধার করা মালামালসহ তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, অজুদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ