Alexa তাহাজ্জুদের সময় শাশুড়ি দেখেন আড়ায় ঝুলছে পুত্রবধূ

তাহাজ্জুদের সময় শাশুড়ি দেখেন আড়ায় ঝুলছে পুত্রবধূ

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫৫ ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ২০:০৫ ১৯ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

ভোলার দৌলতখানে স্বামীর ঘর থেকে আরজু নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার সৈয়দপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরজু ওই ওয়ার্ডের সাইফুল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের মা ছিলেন।

দৌলতখান থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান জানান, শনিবার বিকেলে ছেলের পাঞ্জাবি ধোয়া নিয়ে সাইফুলের সঙ্গে আরজুর বাকবিতণ্ডা হয়। রাতে তার শাশুড়ি তাহাজ্জুদ পড়তে উঠলে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচানো অবস্থায় পুত্রবধূর মরদেহ দেখেন। পরে তিনি বাড়ির লোকজনদের মাধ্যমে পুলিশকে খবর দেন।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি বাংলাদেশ/এমআর