Alexa তামিমের পর ঝড়ো শতক সৌম্যেরও

তামিমের পর ঝড়ো শতক সৌম্যেরও

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯ ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৬:৫৯ ৬ ডিসেম্বর ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে জোড়া শতকের দেখা পেল বিসিবি একাদশ। ৩৩২ রানের পাহাড় ডিঙাতে তামিমের পর শতক করেছেন সৌম্য সরকারও।

৭৩ বলে তামিমের ১০৭ রানে ফিরে যাওয়ার পরেই মড়ক লাগে বিসিবি একাদশের ব্যাটিং লাইন আপে। হুট করেই  পতন ঘটে ৬ উইকেট। তবে তিন নাম্বারে নামা সৌম্য সরকার দলকে জয়ের পথেই রাখেন। তামিমের মতোই ঝড়ো ইনিংস খেলতে থাকেন সৌম্য সরকারও। এর ফলে টানা তিনটি ম্যাচে শতক পেলেন তিনি।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি ফিরিয়ে নিয়ে এসেছিলেন ওয়ানডে সিরিজেও। শেষ ওয়ানডেতে অসাধারণ এক শতক হাঁকান এই বাঁহাতি। এরপর ক্যারিবীয়ানদের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচে শতক করলেন তিনি।

৭৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় শতক তুলে নেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ৩৯ ওভার ২ বলে ৬ উইকেটে ৩০৯ রান। জয়ের জন্য প্রয়োজন মাত্র ২৪ রান। সৌম্যকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মাশরাফি।

ডেইলি বাংলাদেশ/এমএইচ