Alexa তড়িঘড়ি বিয়ে, কারণ জানালেন মিয়া খলিফা

তড়িঘড়ি বিয়ে, কারণ জানালেন মিয়া খলিফা

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:১২ ১৬ নভেম্বর ২০১৯  

মিয়া খলিফা

মিয়া খলিফা

নামে তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অ্যাডাল্ট ফিল্ম ইন্ড্রাস্টির স্টার মিয়া খলিফা বাঁধা পড়তে চলেছেন সাত পাকে। পাত্র দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গ। 

এ খবর তিনি আগেই জানিয়েছিলেন তার ভক্তদের। তবে দেড় বছর বাদে বিয়ের প্ল্যান থাকলেও, তড়িঘড়ি পরিকল্পনা বদলে সামনের বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্ণস্টার মিয়া খলিফা।

সোশ্যাল মিডিয়ায় তিনি এ খবর জানাতেই প্রশ্নের ঝড় উঠে। হঠাৎ এত তাড়া কিসের? তবে কি কোনো সুখবর দিতে চলেছেন মিয়া? 

ভক্তদের লাগাতার প্রশ্নে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন তিনি। নিজেই সমস্ত জল্পনার ঝড় উড়িয়ে জানান, না আমি মোটেও প্রেগনেন্ট নই। শুধুমাত্র হবু বরের ক্যরিয়ারের টাইমিং অনুযায়ী পুরো পরিকল্পনা।

প্রসঙ্গত মিয়া খলিফার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে নিজের এক স্কুলের বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা। কিন্তু ৫ বছরের মধ্যেই ভাঙন ধরে সে সম্পর্কে। ডিভোর্সের পর এবার নতুন সঙ্গীর হাত ধরে জীবনের পথে এগিয়ে যেতে চলেছেন মিয়া।

ডেইলি বাংলাদেশ/টিএএস