Alexa ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ২৮.৫০ শতাংশ

ঢাবির ‘চ’ ইউনিটে পাসের হার ২৮.৫০ শতাংশ

ঢাবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৩৮ ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:২৯ ২০ অক্টোবর ২০১৯

ছবিঃ ডেইলি বাংলাদেশ

ছবিঃ ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ ২০১৯-২০ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ২৮.৫০ শতাংশ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩ হাজার ৭০৫ জন। অঙ্কন পরীক্ষার অংশগ্রহণকারীর সংখ্যা ১হাজার ২ জন।  এরমধ্যে অঙ্কন পরীক্ষার জন্য নির্বাচিত (এমসিকিউ উত্তীর্ণ) হয়েছেন ১ হাজার ১১ জন এবং সমন্বিত পাস করেছেন  ৩৪৩ জন।

এ বছর চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) গত ১৪ সেপ্টেম্বর ২০১৯ ও (অংকন) ২৮ সেপ্টেম্বর ২০১৯ অনুষ্ঠিত হয়। ‘চ' ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছুক আবেদনকারীর সংখ্যা ছিল ১৬ হাজার ০১ জন।

ডেইলি বাংলাদেশ/জেডএম/টিআরএইচ