Alexa ঢাকা-শিলিগুড়ি বাস এবার ফুলবাড়ি হয়ে চলবে

ঢাকা-শিলিগুড়ি বাস এবার ফুলবাড়ি হয়ে চলবে

ভ্রমণ প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০০ ১৬ মে ২০১৯   আপডেট: ১৪:৩৭ ১৬ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশিদের সিকিম বেড়াতে যাওয়ার ছাড়পত্র দেয়ার পর জায়গাটিতে পর্যটকদের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। এ কারণে চলতি মাসেই ঢাকা-শিলিগুড়ি বাস পরিষেবা চালু হচ্ছে ফুলবাড়ি সীমান্ত দিয়ে।

চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে ঢাকা-শিলিগুড়ি বাস সার্ভিস চালু রয়েছে গত ১৫ বছর ধরে। এবারও বেসরকারি পরিবহন সংস্থার উদ্যোগেই বাস চলবে ফুলবাড়ি দিয়ে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ফুলবাড়ি হয়ে বাস চালানোর ট্রানজিট পারমিট পেয়েছি। ২৬ মে থেকে পরিষেবা চালু হবে।

জানা যায়, সিকিম ভ্রমণ আরো সহজ করার জন্য কোচবিহারের চ্যাংরাবান্ধার পর এবার জলপাইগুড়ির ফুলবাড়ি দিয়ে বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে। ফুলবাড়ি হয়ে যে বাসটি চলবে, তাতে ঠাঁই হবে ২৮ জন যাত্রীর। চ্যাংরাবান্ধার মতো এখানেও ঢাকা যেতে সময় লাগবে ৮ ঘণ্টা। বাসটি শিলিগুড়ি থেকে ছেড়ে ফুলবাড়ি সীমান্ত চৌকি, তেঁতুলিয়া, পঞ্চগড়, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে ঢাকায় পৌঁছাবে। ভাড়া পড়বে ভারতীয় মুদ্রায় ১৪০০ টাকা।

বেসরকারি পরিবহন সংস্থাটির পরিকল্পনা, ফুলবাড়ি হয়ে বাস চালু হলে এর পরে ঢাকা থেকে সরাসরি গ্যাংটক কিংবা দার্জিলিং পর্যন্ত বাস চালানো শুরু করবে তারা।

ডেইলি বাংলাদেশ/এনকে