Alexa ঢাকার উন্নয়নের জন্য নির্বাচনে আসেনি বিএনপি: তাপস

ঢাকার উন্নয়নের জন্য নির্বাচনে আসেনি বিএনপি: তাপস

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩২ ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ১৫:৩৯ ২০ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার উন্নয়নের জন্য বিএনপি নির্বাচনে আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

সোমবার খিলগাঁও রেলগেট, জোর পুকুর মাঠে থেকে ১১তম দিনের মতো নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ফজলে নূর তাপস বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে কৌশলে তাদের নেত্রী খালেদা জিয়াকে কারাগারে থেকে মুক্ত করার জন্য। জনগণকে সেবা করার জন্য নয়।

দুই একের মধ্যে ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বাসীর জন্য সুপরিকল্পিত ভাবে ইশতেহার তৈরি করা হয়েছে। দুই এক দিনের মধ্যে তা প্রকাশ করা হবে।

নির্বাচনে আচরণবিধি প্রসঙ্গে তাপস দাবি করেন, ঢাকা মহানগর দক্ষিণের নৌকার মেয়রপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না। ইসির সিদ্ধান্ত ও নিয়মের মধ্যে থেকেই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

এ সময় আওয়ামী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মহিউদ্দিন মহিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জাআ/আরএইচ