ড্রাফট শেষে যেমন হল বিসিএলের দলগুলো
ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৫৮ ২৭ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একমাত্র প্রথম শ্রেণির ক্রিকেট লিগ হল বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বিসিএলের এবারের আসর। এর আগে সোমবার হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। চার দলের এ টুর্নামেন্টের জন্য জাতীয় দলের বেশ কয়েকজন তারকাসহ দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের স্কোয়াডে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
জাতীয় লিগ মাতানো ৮০ জন ক্রিকেটারকে নিয়ে আয়োজিত হচ্ছে এবারের বিসিএল। এবারের আসরের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সম্পন্ন হয়েছে বিপ টেস্টও।
একনজরে বিসিএলের চার দলের স্কোয়াড:
বিসিবি নর্থ জোন
লিটন দাস, তাসকিন আহমেদ, সুমন খান, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানবীর হায়দার, সনজিত সাহা, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম অমি, সালাউদ্দিন শাকিল, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী, মুক্তার আলী।
বিসিবি সাউথ জোন
মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি, শামসুর রহমান, ফরহাদ রেজা, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম রাব্বি, নাসুম আহমেদ, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান সুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয়, রুবেল মিয়া।
ওয়ালটন সেন্ট্রাল জোন
মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলী, নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, ইরফান হোসেন, আবদুল মুজিব, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ।
ইসলামি ব্যাংক ইস্ট জোন
রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, হাসান মাহমুদ, পিনাক ঘোষ, তাইজুল ইসলাম, জাকির হাসান, তানভির ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, রাজা, ইমানুর উজ জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী।
ডেইলি বাংলাদেশ/এএল