Alexa ডেঙ্গু আক্রান্তদের জন্য ব্লাড ক্যাম্প করছে এফবিসিসিআই

ডেঙ্গু আক্রান্তদের জন্য ব্লাড ক্যাম্প করছে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২১ ৪ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে সচেতনতা ও সতর্কতার ওপর গুরুত্ব দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য ব্লাড ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। 

পাশাপাশি ডেঙ্গু ভাইরাস টেস্টের প্রয়োজনীয় কিট আমদানির ক্ষেত্রে করণীয় থাকলে তা করারও আশ্বাস দিয়েছেন সংগঠনটির নেতারা। 

রোববার এফবিসিসিআই’র উদ্যোগে ‘ডেঙ্গুজ্বরের বিস্তার রোধেকরণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব বক্তব্য তুলে ধরা হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এফবিসিসিআই কার্যালয়ে রেড ক্রিসেন্ট টিমের সহায়তায় বিকেলে এই ব্লাড ক্যাম্পের কার্যক্রম শুরু করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দেশের বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, সময়মত যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে ৯৫ শতাংশ ডেঙ্গুরোগীকে সুস্থ করে তোলা সম্ভব। বক্তারা দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সরকারএবং বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 

এফবিসিসিআই সভাপতি আরো বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এফবিসিসিআই অন্যান্য কার্যক্রমের মতই ডেঙ্গুজ্বর বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসএস/এসআই

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩