Alexa ডেঙ্গুতে প্রাণ গেল যুবলীগ নেতার

ডেঙ্গুতে প্রাণ গেল যুবলীগ নেতার

মাদারীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৪০ ১৪ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলার উমেদপুর ইউপি যুবলীগের দফতর সম্পাদক সেলিম মাতুব্বরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর উপজেলা যুবলীগের দফতর সম্পাদক আজিজুল হক গৌড়া।

সেলিম মাতুব্বর উমেদপুর ইউপির লাল মিয়া মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তিনি শিবচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার রাতে ৮টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিবচর উপজেলা যুবলীগের দফতর সম্পাদক আজিজুল হক জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়েছি। তিনি ইউপি যুবলীগের দফতর সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে উপজেলা যুবলীগের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ডেইলি বাংলাদেশ/আরএম