Alexa ডেঙ্গুতে থেমে গেল রিকশাচালকের জীবনের চাকা

ডেঙ্গুতে থেমে গেল রিকশাচালকের জীবনের চাকা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫৮ ১৭ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক রিকশা চালক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিক অবস্থায় তিনি মারা যান। 

বাবুল হাওলাদার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বাবুল হাওলাদার রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে তিনি বুধবার বাড়ি চলে যান। 

পরে রাতে আবার অসুস্থ্ হয়ে পড়লে তাকে শেবাচিম হাসাপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

ডেইলি বাংলাদেশ/জেএস