Alexa ডেইলি বাংলাদেশের সংবাদে টনক নড়ল সিভিল সার্জনের

ডেইলি বাংলাদেশের সংবাদে টনক নড়ল সিভিল সার্জনের

ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২৫ ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:২৮ ২৮ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে করোনাভাইরাস শনাক্তে কাজ শুরু করেছে সিভিল সার্জনের মেডিকেল টিম।

মঙ্গলবার দুপুরে ‘সোনামসজিদে করোনাভাইরাস শনাক্তে নেই কার্যক্রম’ শিরোনামে ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, একজন চিকিৎসকের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল টিম এরইমধ্যে বন্দরে কাজ শুরু করেছে। তারা ভারত থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।

সিভিল সার্জন আরো জানান, করোনাভাইরাস শনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি তাদের নেই। এ কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছিলো। তবে এখন প্রাথমিক লক্ষণ দেখে কাউকে আক্রান্ত মনে হলে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এএসআই বকুল হোসেন জানান, ভারতে করোনা ভাইরাস শনাক্তের খবরের পর তারা চেকপোস্টে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। আগমনকারীরা ভারতের কোথায় কোথায় ঘুরেছেন, কি খেয়েছেন এসব বিষয়ে জেনে নেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এআর