Alexa ডিসি ক্যাম্প কনফারেন্সে যোগ দিতে ৫৭ সদস্যের প্রতিনিধি দল ভারতে

ডিসি ক্যাম্প কনফারেন্সে যোগ দিতে ৫৭ সদস্যের প্রতিনিধি দল ভারতে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩৮ ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০১:৫৯ ৬ ডিসেম্বর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে গেলেন জয়পুরহাটের ডিসির নেতৃত্বে  ৫৭ সদস্যের প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার বিকেল ৫টায় ডিসি ক্যাম্প কনফারেন্সে যোগ দিতে প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করে। 

প্রতিনিধি দলে রংপুর ও রাজশাহী বিভাগের ৯টি জেলার ডিসি, এসপি, বিজিবিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা রয়েছেন। 

প্রতিনিধিদলের নেতৃত্বেদানকারী জয়পুরহাটের ডিসি মো. জাকির হোসাইন জানান, শুক্রবার মালদহে অনুষ্ঠিত ডিসি ক্যাম্প কনফারেন্সে ভারত-বাংলাদেশ সীমান্তের চোরাচালান, ছিটমহল, নদী, সীমান্ত বাণিজ্য, স্থলবন্দরগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ/আরএম