Alexa ডিসির কোলে আশ্রয় পাওয়া সেই শিশু ফিরে পেল মা

ডিসির কোলে আশ্রয় পাওয়া সেই শিশু ফিরে পেল মা

পঞ্চগড় প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৪৪ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ২০:৪৯ ২১ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড় জেলা শহরের কামাতপাড়া রাস্তায় পাওয়া সেই নবজাতক কন্যা শিশুটির মা রিমু আক্তারকে খুঁজে পাওয়া গেছে। শিশুটির নাম রাখা হয়েছে মোনালিসা। 

বৃহস্পতিবার রাতে ফেলে যাওয়া এক মাস বয়সী ফুটফুটে কন্যা শিশুকে মা রিমু আক্তার আবার কোলে তুলে নিয়েছেন। সোমবার সন্ধ্যায় জেলা আধুনিক সদর হাসপাতালের বিশেষ শিশু পরিচর্যা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রিমু আক্তার বলেছেন, এখন আমার মেয়েকে অন্যের হাতে দিব না। বাচ্চাটিকে ফেলে ট্রেনে করে পার্বতীপুর গিয়েছিলাম।

জেলা সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন বলেন, ঠাকুরগাঁও রেল স্টেশনে রিমু আক্তার শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে কাঁদছিলেন। সে সময় ঠাকুরগাঁও হতে আটোয়ারী উদ্দেশ্যে ট্রেনে আসা যাত্রী আব্দুল খালেক ও তার স্ত্রী আলেমা রিমু আক্তারকে সঙ্গে নিয়ে মালিগাঁও গ্রামে নিয়ে আসে।

পরে আব্দুল খালেক স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আটোয়ারী থানা পুলিশকে জানায়। এরপর আটোয়ারী থানা পুলিশ এবং রিমু আক্তার এর পরিবারের তৎপরতায় সোমবার এসপির কার্যালয়ে হাজির করা হয় ওই রিমু আক্তারকে।

ডিসি সাবিনা ইয়াসমিন বলেন, ওই শিশুটির মাকে পাওয়া গেছে। স্বামীর সঙ্গে টানাপোড়েনের জেরে ওই নারী শিশুটিকে রেখে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নেন বলে জেনেছি। টেলিভিশন ও পত্র পত্রিকায় ডিসি তার সন্তানকে কোলে তুলে নিয়েছে জেনে ওই নারীর বুকে মাতৃত্ব জেগে উঠেছে।

সে এখন তার সন্তানকে ফিরে পেতে চায়। সে এখন তার সন্তানকে হাসপাতালে কয়েকদিন দেখাশুনা করবে। সেখানে বোঝা যাবে সে শিশুটি লালন পালনে যোগ্য কিনা। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমকে