Alexa ডাস্টবিনে মিললো নবজাতকের মরদেহ

ডাস্টবিনে মিললো নবজাতকের মরদেহ

নাটোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১৪ ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:২০ ১২ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের উত্তর পটুয়াপাড়া কুর্মির মাঠ এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, দুপুরের দিকে শহরের উত্তর পটুয়াপাড়া কুর্মির মাঠ এলাকার একটি ডাস্টবিনে রক্তমাখা শপিং ব্যাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ব্যাগের মধ্যে নবজাতক মেয়ে শিশুর মরদেহ দেখে স্থানীয় পৌর কাউন্সিলরকে খবর দেন।

পরে কাউন্সিলরের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহটি কেউ ডাস্টবিনে ফেলে গেছেন।

ডেইলি বাংলাদেশ/আরএম