Alexa ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় ছাত্রী আহত, চালক আটক

ঠাকুরগাঁওয়ে পিকআপের ধাক্কায় ছাত্রী আহত, চালক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:১০ ৫ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁও-ঢাকা মহসড়কের সালন্দর শিং পাড়ায় বৃহস্পতিবার দুপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। 

তবে আহত ছাত্রী ও চালকের নাম জানাতে পারেনি চিকিৎসক ও পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক রকিবুল আলম জানান, আহত ছাত্রী স্কুল থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি হঠাৎ সড়ক পার হতে গেলেই দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাইসাইকেলে থাকা ছাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঠাকুরগাঁও সদর থানার এসআই আব্দুল হালিম জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ