Alexa আট ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

আট ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৪৪ ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ১৩:১৬ ১২ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনে উদয়ন এক্সপ্রেসে তূর্ণা নিশীথার ধাক্কায় ১৬ জন নিহত হন। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে আট ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, সোমবার রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা সড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি শ্যামল কান্তি দাস জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস মন্দভাগ রেলওয়ে স্টেশনে আসা মাত্রই সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে দুই ট্রেনেরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। 

তিনি আরো জানান, ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

এরই মধ্যে রেলওয়ে ও জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকে/টিআরএইচ/জেএস