Alexa ট্রাম্পের সেই ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখান করলো ফিলিস্তিন

ট্রাম্পের সেই ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখান করলো ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১৭ ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ১৪:৪৪ ২৯ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিতর্কিত ও কথিত শান্তি চুক্তি ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ওই শান্তি চুক্তির খসড়া তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

চলতি সপ্তাহে চুক্তিটি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। 

ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নেবে না ফিলিস্তিনিরা। জনগণের সমর্থন নিয়ে ফিলিস্তিনকে ভাগ বাটোয়ারা করার প্রচেষ্টা নস্যাৎ করবে আমাদের সরকার।

আবু রুদাইনাহ আরো বলেন, ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ সমাজের সব পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে নেতারা। এই চুক্তিকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যানের প্রস্তুতি নিয়েছে তারা। এছাড়া ট্রাম্পের এ চুক্তি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্য ভয়াবহ রকমের অস্থিতিশীল হয়ে উঠবে। তাই ফিলিস্তিনের অবস্থানের প্রতি আরব দেশগুলোকে সমর্থনের আহ্বান জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের এক সরকারি কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য চেস্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার সেই ইচ্ছায় সাড়া দেন নি আব্বাস।

ট্রাম্পের এই কথিত শান্তি চুক্তি বাস্তবায়ন না করার ওপর জোর দিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়াও। তিনি বলেছেন, এ চুক্তি বাস্তবায়ন করা হলে ইসরায়েল সরকারের বিরুদ্ধে নতুন প্রতিরোধ সংগ্রাম শুরু হবে। নিশ্চিতভাবেই আমরা বলছি যে, ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বাস্তবায়ন করতে দেয়া হবে না।

সূত্র- পার্সটুডে

ডেইলি বাংলাদেশ/এসএমএফ