Alexa ট্রাফিক সিগনাল মেনে দাঁড়িয়ে রইল গরু! (ভিডিও)

ট্রাফিক সিগনাল মেনে দাঁড়িয়ে রইল গরু! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:২৪ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:১০ ৯ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাস্তায় ট্রাফিক সিগনাল সবাইকে মেনে চলতে হয়। আর না মানলেই ঘটে  বিপত্তি। গুনতে হয় মাশুল। এ কারণেই প্রায় সবাই ট্রাফিক আইন মেনে থাকেন। 

এবার ঘটেছে এক ব্যতিক্রমী কাণ্ড। লাল বাতি জ্বলার সঙ্গে সঙ্গে ট্রাফিক আইন মেনে সড়কে দাঁড়িয়ে গেল একটি গরু! ঘটনাটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

সম্প্রতি অভিনেত্রী প্রীতি জিনতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, লাল হয়ে থাকা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি গাড়ি, বাইক। আর তাদের মাঝেই একটি গরু একদম নিয়ম মেনে নির্দিষ্ট লাইন থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে।

প্রীতি জিনতার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ৬ অক্টোবর পোস্ট হয়েছে নয় সেকেন্ডের ওই ভিডিওটি। এরই মধ্যে এটি প্রায় ৫৭ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে চলছে লাইক, কমেন্ট ও শেয়ার।

প্রীতি জিনতার ওই টুইট দেখে কেউ বলছেন, এই কারণেই পশুদের আচরণ কখনো কখনো মানুষের থেকেও ভাল হয়, আবার কেউ বলছেন, গরুরা অনেক সময়ই মানুষের থেকে বেশি সচেতনও হয়।

ভিডিওটি দেখতে এখানে  ক্লিক  করুন

ডেইলি বাংলাদেশ/জেডআর