Alexa ট্রাক্টরের ধাক্কায় ধসে পড়ল দেয়াল, নিহত ১

ট্রাক্টরের ধাক্কায় ধসে পড়ল দেয়াল, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৫৩ ৭ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরে ট্রাক্টরের চাপায় দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে শহরের উত্তর পৈরতলায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম সদর উপজেলার ছোট হরণ গ্রামের আলী আহম্মদ মিয়ার স্ত্রী। তিনি উত্তর পৈরতলায় ভাড়া বাসায় থাকতেন।

সদর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, আমেনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালে আঘাত করে। এতে দেয়াল ধসে ঘটনাস্থলেই নিহত হন আমেনা বেগম।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক পালিয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/এআর