Alexa ট্রাকে মিলল ইয়াবা, চালক আটক

ট্রাকে মিলল ইয়াবা, চালক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪০ ১৩ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-১১ র অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।

আটক মো. কেফায়েতুল্লাাহ রুবেল বান্দরবনের সদর থানাধীন মিঠাখালী এলাকার বাসিন্দা। সে পেশায় ট্রাকচালক ।

অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন জানান, মো. কেফায়েতুল্লাহ রুবেল পেশায় ট্রাকচালক হলেও সে মাদক বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ট্রাকে করে ঢাকাসহ সারাদেশের বিভিন্নস্থানে সরবরাহ করতো। সে পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা বহন করতো। 

তিনি আরো জানান, তাকে তিন হাজার ৮৯০টি ইয়াবাসহ আটক করা হয় ।

ডেইলি বাংলাদেশ/জেএস