Alexa ট্রাকের ডালা মাথায় পড়ে হেলপার নিহত

ট্রাকের ডালা মাথায় পড়ে হেলপার নিহত

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০০ ২৭ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুরের সালথায় ইট নামানোর সময় ট্রাকের ডালা মাথায় পড়ে এক হেলপার নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার সোনাপুর ইউপির ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম মোল্যা সদর উপজেলার ইকরাম মাতুব্বরের ডাঙ্গি গ্রামের ইছাহাক মোল্যার ছেলে।

সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সিদ্দিক মোল্যা জানান, সকালে সদর উপজেলা থেকে ইট নিয়ে ফুকরা গ্রামে আসেন জসিম। এ সময় মোল্যা বাড়ির সামনে নির্মাণাধীন এইসবিবি সড়কের জন্য ট্রাকের ইট নামাতে যান। একপর্যায়ে ট্রাকের ডালা তার মাথায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ডেইলি বাংলাদেশ/এমআর