Alexa ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০২ ১৯ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় সাইফুল ইসলাম সাজু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার দুপুরে মহাদেবপুর-পত্নীতলা সড়কের এনায়েতপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া গ্রামের নছির উদ্দিন মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী চা দোকানি আব্দুল মজিদ জানান, দুপুরে মোটরসাইকেলে নিজ গ্রাম থেকে মহাদেবপুর উপজেলা সদরে আসছিলেন সাইফুল। এনায়েতপুর মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

ডেইলি বাংলাদেশ/এমআর