Alexa ট্রলার ডুবিতে নিখোঁজ সাবেক ছাত্রলীগ নেতা

ট্রলার ডুবিতে নিখোঁজ সাবেক ছাত্রলীগ নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৩০ ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৯:৪৮ ৬ ডিসেম্বর ২০১৯

রনি বিশ্বাস (ফাইল ছবি)

রনি বিশ্বাস (ফাইল ছবি)

মানিকগঞ্জের হরিরামপুরে মালবাহী ট্রলারের ধাক্কায় অপর একটি ট্রলার ডুবির ঘটনায় রনি বিশ্বাস নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ হোসেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বয়ড়া ইউপি সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত রনির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও চালা ইউপির হাসমেলান গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মার্স্টাসের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, সকালে রনি ৮/১০ জন বন্ধুর সঙ্গে ট্রলারে করে ঘুরতে বের হয়েছিলেন রনি। সকাল সাড়ে ১০ টার দিকে তাদের ট্রলারটিকে অপর একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে তাদের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাদের বন্ধুরা সকলে সাঁতারে পাড়ে উঠে গেলেও রনিকে খুঁজে পাওয়া যায়নি।

হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী জানান, ট্রলার ডুবির ঘটনাস্থল থেকে স্রোতের দিকের অন্তত ৪/৫ কিলোমিটার এলাকায় রনিকে খোঁজা হয়েছে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।

ডেইলি বাংলাদেশ/আরএম