Alexa ট্যাক্সি চালকের সততায় ৬৫ লাখ টাকা ফেরত পেলেন পুলিশ দম্পতি

ট্যাক্সি চালকের সততায় ৬৫ লাখ টাকা ফেরত পেলেন পুলিশ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:০৫ ১৪ নভেম্বর ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইরানের তেহরানে ট্যাক্সি চালকের সততায় ৬৫ লাখ ২৭ হাজার (৭০ হাজার ইউরো) টাকা ফেরত পেলেন এক পুলিশ দম্পতি। ওই ট্যাক্সি চালকের নাম আলি হাসান জাফরি। তিনি তেহরানে অবস্থিত পোলিশ দূতাবাসে গিয়ে টাকা ভর্তি ব্যাগটি ফেরত দেন।

জাফরি ব্যাগটি হাতে পাওয়ার পর বুঝতে পারেন ভুল করে ওই দম্পতি এটি ফেলে গিয়েছে। অতঃপর মালিককে খুঁজে বের করতে অনেক প্রচেষ্টা চালান তিনি। অবশেষে তাদের সন্ধান পেয়ে টাকা ফেরত দেন। 

এদিকে এমন সততার পুরস্কার হিসেবে সম্মাননা স্বরূপ চালকের হাতে মেডেল তুলে দিয়েছেন তেহরানের মেয়র পিরুজ হানাচি। মেডেলের সঙ্গে তাকে নগদ পুরস্কারও দেন তিনি। এছাড়া পরিবারসহ মাশহাদ শহরে তীর্থযাত্রায় তাকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়। সূত্র: তেহরান টাইমস।

ডেইলি বাংলাদেশ/আরএ