Alexa টেস্ট র‌্যাংকিংয়ে সাকিবের উন্নতি

টেস্ট র‌্যাংকিংয়ে সাকিবের উন্নতি

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৪২ ১৫ অক্টোবর ২০১৯  

আইসিসি টেস্ট র‌্যাংকিয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্ট র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে ২০তম স্থানে রয়েছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৬৩৩।

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় আগের ২৩তম স্থান দখল করে রেখেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকা স্টিভেন স্মিথের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে রেয়েছেন বিরাট কোহলি। ৯৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারতীয় অধিনায়ক। শীর্ষে থাকা অজি ব্যাটসম্যান স্মিথের পয়েন্ট ৯৩৭।

টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ১০ থেকে সপ্তম স্থানে রবিচন্দ্র অশ্বিন। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন প্রোটিয়া বোলার ভারনন ফিল্যান্ডার। এছাড়া ছয় ধাপ এগিয়ে ২৫তমস্থান বসেছেন উমেশ যাদব।

ডেইলি বাংলাদেশ/আরএ