Alexa টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত

কক্সবাজার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৪ ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ১১:২৫ ২৮ ফেব্রুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে শুক্রবার ভোরে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

উপজেলার হ্নীলা ইউপির জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

আহত বিজিবি সদস্যরা হলেন, ল্যান্স নায়েক নুরুল আমিন ও শাহিনুর ইসলাম।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, জাদিমুড়া মসজিদের পূর্ব পাশে কেওড়া বাগানে নাফ নদী পার হয়ে কয়েকজন লোক বস্তা মাথায় করে হেঁটে যাচ্ছিল। এটি দেখে বিজিবি টহল দলের সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে। টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা গুলি ছোড়ে। 

এতে বিজিব ‘র দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে ৬-৭মিনিট গোলাগুলি চলতে থাকে। এক পযার্য়ে ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। 

গোলাগুলি থামার পরে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক লাখ ৩০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, বিজিবি রাতে তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। এরমধ্যে দুইজন বিজিবি সদস্য। অপরজনের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে বিজিবি’র দুইজন সদস্যকে ছেড়ে দেয়া হয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/জেএইচ/আরআর