Alexa টেকনাফে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত  

টেকনাফে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত  

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:১২ ২০ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের ট্রাকের ধাক্কায় আজিজুল ইসলাম ওরফে আইসালাম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী পাড়ার টাওয়ার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আইসালাম টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির উত্তর শিলখালীর বাসিন্দা আজিজুর রহমানের ছেলে।

একটি মালবাহী ট্রাক আজিজুল ইসলামকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাহারছড়া ইউপির প্যানেল চেয়ারম্যান ও  ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম রাতে সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ