Alexa টেকনাফে অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

টেকনাফে অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৪৩ ২০ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাহারছড়ার মারিশবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা বেগম টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ জাকেরের স্ত্রী। আহতরা হলেন- নিহতের স্বামী ও ছেলে মো. শোয়েইব।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, টেকনাফগামী একটি অটোরিকশা বাহারছড়ার মারিশবনিয়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সানজিদা নিহত হন। আহত হন বাবা ও ছেলে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর