Alexa টাঙ্গাই‌লে ট্রাকচাপায় নিহত এক

টাঙ্গাই‌লে ট্রাকচাপায় নিহত এক

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:২৭ ১৫ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। এতে অ‌টো‌রিকশার চালকসহ আরো পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাসাইল-সখীপুর সড়কের হান্দুলিপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম সখীপুরের বেড়বাড়ী এলাকার হারুন-অর-রশিদের ছেলে।

আহতরা হলেন, নিহত রফিকুলের বাবা হারুন-অর-রশিদ, একই গ্রামের অটোচালক দেলোয়ার হোসেন, দাড়িয়াপুর গ্রামের পারুল বেগম, লিলি আক্তার ও আরিফুল ইসলাম।

বাসাইল থানার এসআই মো. বেল্লাল হোসেন বলেন, অটোরিকশাটি বেড়বাড়ী বাজার থেকে বাসাইলের দিকে যাচ্ছিলো। এরইমধ্যে হান্দুলিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে অটোচালকসহ ছয়জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় রফিকুলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তি‌নি আরো ব‌লেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস