Alexa টাঙ্গাইলে শেষ হলো সাংবাদিকদের প্রশিক্ষণ

টাঙ্গাইলে শেষ হলো সাংবাদিকদের প্রশিক্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩২ ১৭ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে শেষ হলো সাংবাদিকদের তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রশিক্ষণ। শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে শেষ দিনে সাংবাদিকদের সনদপত্র বিরতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের। 

সভা প্রধান ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর ওয়াজেদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমস এর প্রতিনিধি জুলফিখার আলি মানিক, বিবিসি ২৪ নিউজের প্রধান সম্পাদক মো. আশরাফ আলী, পিআইবি কনিষ্ট প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ ও পিআইবি মহাপরিচালক জাফর আহমেদ সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ