Alexa টাঙ্গাইলে শিশুর মরদেহ মিললো ঘরে

টাঙ্গাইলে শিশুর মরদেহ মিললো ঘরে

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৩৬ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল শহরের আমিন বাজার এলাকায় সাইফ উদ্দিন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার রাতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাইফ উদ্দিন পৌরসভার আমিন বাজার এলাকার সালাহ্ উদ্দিনের ছেলে। সালাহ্ উদ্দিন দীর্ঘদিন ধরে আমিন বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি পৌরসভার কাগমারা মেছের মাকের্ট এলাকায়।

পুলিশ জানায়, সালাহ্ উদ্দিন শনিবার রাতে বাসায় গিয়ে দেখতে পান তার ছেলে সাইফের মরদেহ মেঝেতে পড়ে আছে। বাসার আসবাবপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

অতিরিক্ত এসপি (ডিএসবি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

ডেইলি বাংলাদেশ/আরএম