Alexa টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৬ ২৪ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কালিহাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম বলেন, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি বাস কালিহাতী গ্রামের ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে এলেঙ্গা থেকে ঘাটাইলগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠায়। এর মধ্যে চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ