Alexa টাইগারদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

টাইগারদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক   ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১২ ২৫ জুন ২০১৯   আপডেট: ২১:০৩ ২৫ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দারুণ পারফর্ম করে চলেছে বাংলাদেশ। আফগানদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল টাইগাররা। খেলাধুলাপ্রেমী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের এমন সাফল্যে যারপরনাই প্রীত।

দলের অর্জনের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আরো বাড়ানো হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একপর্যায়ে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের জয়ের প্রসঙ্গ উঠে আসে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব-মাশরাফীদের ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেটাররা দেশের জন্য খেলছে। সাকিব-মাশরাফীদের নৈপূণ্যে বিশ্ব দরবারের বাংলাদেশের মর্যাদা বাড়ছে। তাই তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’

এছাড়া খেলোয়াড়রা যেন সারাবছর প্রশিক্ষণ নিতে পারে, সে জন্য ফান্ড গঠন করতে অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ সব খেলাধুলার উন্নয়ন করার জন্য তহবিল গঠন করার কথাও বলেন তিনি। 

ডেইলি বাংলাদেশ/এমকে/ববি/আরএস

শিরোনামরাজশাহীতে পাসের হার ৭৬.৩৮% জিপিএ ৫ পেয়েছেন ছয় হাজার ৪২৯ শিরোনামবন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান শিরোনামদিনাজপুরে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৯ শিরোনামসিলেটে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৯৪ শিরোনামএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিরোনামপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিরোনামসেনাবাহিনী-বিজিবির চেষ্টায় বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক শিরোনামবিজিবি`র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত শিরোনামহজে যেয়ে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু শিরোনাম‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন আজ