Alexa টাইগারদের ব্যাটিং প্রশংসায় শোয়েব

টাইগারদের ব্যাটিং প্রশংসায় শোয়েব

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:১৬ ২ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সের প্রশংসা করেছেন শোয়েব আখতার। টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক এই পেসার।

বাংলাদেশের ব্যাটিং শেষ হতেই টুইটারে নিজের  অভিমত প্রকাশ করেন শোয়েব।

তাতে লিখেন, ‘কি নিখুঁত পারফরম্যান্স বাংলাদেশের। এখন বোলাররা ৩৩০ রান কীভাবে ডিফেন্ড করে সেটিই দেখার বিষয়।’

ওভালে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। বিশ্বকাপ তো বটেই ওয়ানডে ইতিহাসে এটি টাইগারদের সবচেয়ে বড় পুঁজি।

দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচ জিততে হলে গড়তে হবে রেকর্ড। কেননা এত রান তাড়া করে আগে কখনো জেতেনি কোনো দল। 

বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করে জয়ের নজির আছে একটি। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।

ডেইলি বাংলাদেশ/সালি


 

Best Electronics
Best Electronics