Alexa টাংগুয়ার হাওরে ৩৯ ভারতীয় গরুসহ আটক ১ 

টাংগুয়ার হাওরে ৩৯ ভারতীয় গরুসহ আটক ১ 

সুনামগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৬ ১৮ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে ৩৯টি ভারতীয় গরুসহ শফিক মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার টাংগুয়ার হাওর থেকে তাকে আটক করা হয়। 

আটক শফিক জেলার ধর্মপাশার জালাল উদ্দিনের ছেলে।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মুসা জানান, উপজেলার ট্যাকেরঘাট, বড়ছড়া, চাঁনপুর, বারেকটিলা দিয়ে ভারতীয় গরুর একটি চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে তাহিরপুরের ইউএনওসহ পুলিশ অভিযান চালিয়ে ৩৯ গরুসহ শফিককে আটক করা হয়। তবে গরুর কোনো মালিক পাওয়া যায়নি। 

তাহিরপুরের ইউএনও (ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ বলেন, কাস্টমস, বিজিবিসহ আমরা আটক গরুগুলোকে অপেন টেন্ডার দেব।

ডেইলি বাংলাদেশ/এমকেএ