Alexa টঙ্গীতে হোটেলে ১৮ নারী-পুরুষ আপত্তিকর অবস্থায় ধরা

টঙ্গীতে হোটেলে ১৮ নারী-পুরুষ আপত্তিকর অবস্থায় ধরা

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:০৪ ১১ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকার ভাই ভাই আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ১৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। আটকদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের আটক করা হয়। 

এলাকাবাসী বলেন, এই হোটেলে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। বর্তমানে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত এই হোটেলটি।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ