ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ হারালেন ভ্যানচালক
ঝিনাইদহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৬:০৮ ১৫ ফেব্রুয়ারি ২০২০

প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় রেজাউল ইসলাম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত রেজাউল ইসলাম উপজেলার হাকিমপুর গ্রামের মইজুদ্দিনের ছেলে।
শুক্রবার বিকেলে পৌর এলাকার হল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি বজলুর রহমান।
ওসি জানান, বিকেলে রেজাউল ইসলাম ভ্যান নিয়ে হল মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও এর চালক সোহেলকে আটক করা হয়েছে।
আটক সোহেল শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া গ্রামের শমশের আলীর ছেলে বলেও জানান ওসি।
ডেইলি বাংলাদেশ/আরএম