Alexa জয়ের পর শোয়েব মালিকের টুইটবার্তা

জয়ের পর শোয়েব মালিকের টুইটবার্তা

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:১৩ ২৫ জানুয়ারি ২০২০  

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর টুইট করেছেন জয়ের নায়ক শোয়েব মালিক।

শুক্রবার রাতে এক টুইট বার্তায় শোয়েব মালিক বলেন, আমি যেন সবসময় দলের জয়ে অবদান রাখতে পারি। আমার ব্যর্থতায় যেন দল কখনো পরাজিত না হয়। সবাই দোয়া করবেন।

এর আগে ম্যাচ শেষে পাকনেশনকে দেয়া এক প্রতিক্রিয়ায় শোয়েব মালিক বলেছেন, ম্যাচে (প্রথমবার অভিষেক হওয়া) আহসান খুবই আত্মবিশ্বাসী ব্যাটিং করছিল, তখন পিচ এতটা সহজ ছিল না।

এ জয়ের জন্য আহসান আলীর অবদান রয়েছে, সে আমার সঙ্গে যে ব্যাটিংটা করেছে তাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আমরা একসঙ্গে উইকেটও বাঁচিয়েছি আবার স্কোরও ঠিক রেখেছি। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক যে, একজন তরুণ ম্যাচ জয়ে মূল ভূমিকা পালন করেছে।

ডেইলি বাংলাদেশ/আরএ