নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ৭৯
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৪:৫৪ ২২ ফেব্রুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের দ্বিতীয় ম্যাচে অভিষিক্ত থাইল্যান্ডকে মাত্র ৭৮ রানেই আটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। জয়ের জন্য ক্যারিবীয় নারী দলের দরকার ৭৯ রান।
পার্থের ওয়াকা গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা থাইল্যান্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ডের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও ৯ উইকেট হারিয়ে ৭৮ রানের বেশি করতে পারেনি তারা।
নান্নাপাত কঞ্চারোয়েনকাই একাই করেন ৩৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান আসে নারুয়েমল চাইওয়াইয়ের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফানি টেইলর ১৩ রান খরচায় নেন ৩ উইকেট।
ডেইলি বাংলাদেশ/এম