Alexa জয়পুরহাটে বাস উল্টে নিহত ১, আহত ১৬

জয়পুরহাটে বাস উল্টে নিহত ১, আহত ১৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩৫ ২০ জানুয়ারি ২০২০  

দুর্ঘটনা কবলিত বাস

দুর্ঘটনা কবলিত বাস

জয়পুরহাটের কালাইয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।

সোমবার বিকেলে কালাই পৌরসভার সহড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস জয়পুরহাটে যাচ্ছিল। সহড়াইল এলাকায় পৌঁছালে একটি পিকআপকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এত ঘটনাস্থলেই এক নারী নিহত ও ১৬ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর