Alexa জেএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

জেএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০১ ৩১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৭:৩৬ ৩১ ডিসেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সাহিদা আক্তার আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাসায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

সাহিদা বরিশাল নগরীর কাউনিয়া প্রথমগলি এলাকার রফিকুল ইসলাম শাহিনের মেয়ে। সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবার সে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

কাউনিয়া থানার ওসি আজিমুল করিম স্বজনদের বরাত দিয়ে জানান, সাহিদা মেধাবী ছাত্রী ছিল। সাহিদা আশা করেছিল জেএসসিতে জিপিএ-৫ পাবে। সেভাবেই সে পড়ালেখা করেছিল। তবে দুপুরে বিদ্যালয় থেকে ফলাফল জানতে পারে সে শুধু , ‘এ’ পেয়ে পাস করেছে। এতে সাহিদা ভেঙে পরে। কাঁদতে থাকে। একপর্যায়ে বাসার সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সাহিদা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সাহিদাকে মৃত ঘোষণা করেন।

ওসি আজিমুল করিম জানান, ময়নাতদন্তের জন্য সাহিদার মরদেহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম