Alexa জেএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও প্রযুক্তি

জেএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:০০ ২২ আগস্ট ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা,  তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন।  আশাকরি তোমরা উপকৃত হবে। আজকে তথ্য ও প্রযুক্তি থেকে প্রশ্নের উত্তর দেওয়া হলো : 

তথ্য ও প্রযুক্তি

১।  মুক্তিযুদ্ধের সংকেত পাঠানোর জন্য কত তারিখে "আকাশবাণী রেডিওতে " গান বেজে উঠে ?  

উত্তর : ১৩  আগষ্ট।  


২।  কোনটির মাধ্যমে পণ্যসেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া যায় ?  

উত্তর :  ইন্টারনেট।  

৩।  কখন ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ?  

উত্তর :   ১৯৮৬ সালে ।  

৪।  তথ্য প্রযুক্তির অবদান কোনটি ?  

উত্তর : নেটওয়ার্ক ।  

৫৷  সুইচ হাবের চেয়ে অনেক দ্রুতগতিতে কাজ করতে পারার কারণ কি ?  

উত্তর : আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করায় ।  

৬।  কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটাররের সাথে যুক্ত থাকে ?  

উত্তর : রিং ।  

৭।  " দ্বুমুখী" যোগাযোগের পদ্ধতি কোনটি ?  

উত্তর :  মোবাইল ।  

৮।  DSL - এর পূণরুপ কি  ?  

উত্তর :Digital  Subscribers Line ।  

৯।  নেটওয়ার্ক এর মূল কম্পিউটারকে কি বলে ?  

উত্তর : সার্ভার। 

১০।  GPS  - কোনটি সংকেত পাঠায় ?  

উত্তর : কৃত্রিম উপগ্রহ ।  

১১।  নিচের কোনটি সেল রেঞ্জ ?  

উত্তর : A1:B5 । 

১২।  সেলের সমষ্টিকে কি বলে ?  

উত্তর :  সেল রেঞ্জ ।  

১৩।  VISICAL  কি  ?  

উত্তর : স্প্রেডশীড সফটওয়্যার ।  

১৪।  বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি ?  

উত্তর : Pipilika। 

১৫।  নতুন মেইল পাঠানোর জন্য কোনটির প্রয়োজন ?  

উত্তর : Compose mail ।  

১৬।  বিয়োগ করার জন্য ফর্মূলাবারে প্রথমেই কোনটি টাইপ করতে হয় ?  

উত্তর : (   =   ) ।  

১৭।  ড্রপবক্স ব্যবহারের সুবিধা কি ?  

উত্তর : এটা যে কোন স্থানে খোলা যায় ।  

১৮৷  টেলিমেডিসিনের মাধ্যমে কি করা যায় ?  

উত্তর : রোগের পরীক্ষা নিরিক্ষা করা যায় । 

১৯।  নতুন ওয়ার্কশীট খোলার পদ্ধতি  কি ?  

উত্তর : অফিস বাটন + নিউ ( Clrt+ N)  ।  

২০।  A,B,C ওয়ার্কশীট কি নির্দেশ  করে ?  

উত্তর :  কলাম ৷  

ডেইলি বাংলাদেশ/এমএইচ