Alexa জেএসসি পরীক্ষার প্রস্তুতি: ইসলাম ও নৈতিক শিক্ষা

জেএসসি পরীক্ষার প্রস্তুতি: ইসলাম ও নৈতিক শিক্ষা

সুরাইয়া আফরিন মুন  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৪৫ ১৫ মে ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা,  তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন।  আশাকরি তোমরা উপকৃত হবে।  আজকে ইসলাম ও  নৈতিক শিক্ষা থেকে জ্ঞানমুলক প্রশ্নের উত্তর দেয়া হলো : 

১।  মাক্কি সুরা কয়টি?  

উত্তর : ৮৬ টি।  

২৷  মাদানি সুরা কয়টি?  

উত্তর : ২৮ টি।  

৩৷  আল- কুরআন কত বছরব্যাপী নাজিল হয়?  

উত্তর : ২৩ বছর।  

৪।  হেরাগুহায় সর্বপ্রথম  কোন সুরাটির অংশ বিশেষ নাজিল হয় ?  

উত্তর : সুরা আলোকের ৫ টি আয়াত।  

৫।  আল - কুরআনে কতটি রুকু ও কতটি সিজদাহ্ আয়াত আছে ?  

উত্তর : ৫৫৮ টি রুকু ও ১৪ টি সিজদাহ্।  

৬।  আল-কুরআন কিসের উৎস? 

উত্তর : জ্ঞান - বিজ্ঞানের  উৎস।      

৭।  নুন সাকিন ও তানবিন পড়ার কয়টি নিয়ম?  

উত্তর : ৪টি।  

৮। কালব বা ইকলাব শব্দের অর্থ কি ?  

উত্তর : পরিবর্তন করে পড়া। 

৯।  সুরা  আল - কাদরে ' লাইলাতুলকদর' শব্দটি কতবার এসেছে ?  

উত্তর : তিনবার।  

১০।  এক হাজার মাস কত বছরের সমান ?  

উত্তর : ৮৩ বছর  ৪ মাসের সমান।  

১১।  আসকাল শব্দের অর্থ কি ?  
 
উত্তর : বোঝাসমুহ।  

১২।  উসওয়াতুন শব্দের অর্থ কি ?  

উত্তর : আদর্শ।  

১৩।   মিম সাকিন কয় নিয়মে পড়তে হয় ?  

উত্তর : তিন নিয়মে।  

১৪।  পৃথিবীর সবচেয়ে পঠিত কোনটি ?  

উত্তর :  আল - কুরআন।  

১৫।  কুরআন শব্দের শব্দমুল  কি ?  

উত্তর : কারউন।  

১৬।  কারউন শব্দের অর্থ কি?  

উত্তর : পড়া বা পাঠ করা।  

১৭।  জযমযুক্ত  নুনকে কি বলে ?  

উত্তর : নুন সাকিন৷  

১৮।  ইযহার অর্থ  কি ?  

উত্তর : স্পষ্ট করে পড়া ।  

১৯।  ফীল অর্থ কি ?  

উত্তর : হাতি 

২০।  তাজবিদ অর্থ কি ?  

উত্তর : সুন্দর করে পড়া ।  

ডেইলি বাংলাদেশ/এমএইচ

Best Electronics
Best Electronics