Alexa জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন ইভান ও নোশিন

জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন ইভান ও নোশিন

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২৯ ২৩ মে ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ওয়ালটন জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর ওপেন বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন ইয়াসীর আলী খান ইভান ও বালিকা বিভাগের অপরাজিত চ্যাম্পিয়ন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম।

বৃহস্পতিবার দুপুরে দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক হ্যান্ডবল খেলোয়াড় কামরুন নাহার আজাদ স্বপ্না ও দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহীদউল্যা।

ওয়ালটন জাতীয় জুনিয়র দাবার ওপেন বিভাগে লার্নিং চেস একাডেমির ইয়াসীর আলী খান ইভান ৮ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। একই পয়েন্ট পেয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির স্বর্নাভো চৌধুরী রানার-আপ ও পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় স্থান লাভ করেন। ইভান, স্বর্নাভো ও ফাহাদের অর্জিত পয়েন্ট সমান হলে টাইব্রেকিং পদ্ধতির পারস্পারিক খেলার ফলাফলে ইভান চ্যাম্পিয়ন, স্বর্নাভো রানার-আপ ও ফিদে মাস্টার ফাহাদ তৃতীয় হন।

বালিকা বিভাগে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম অপরাজিত চ্যাম্পিয়ন হন। নোশিন ৮ খেলায় পূর্ণ ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। বালিকা বিভাগে ৭ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ালিজা আহমেদ রানার-আপ হন। পাঁচ পয়েন্ট করে নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু তৃতীয়, কাজী জারিন তাসনিম চতুর্থ, জান্নাতুল ফেরদৌস পঞ্চম স্থান লাভ করেন।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নদের ওয়ালটনের স্মার্টফোন ও ট্রফি দেয়া হয়। বাকিদের দেয়া হয় ওয়ালটনের সামগ্রী ও ট্রফি। 

এবারের এই প্রতিযোগিতায় ওপেন বিভাগে ঢাকা শহর এবং ২৫টি জেলা থেকে ৬৪ জন এবং বালিকা বিভাগে ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

ডেইলি বাংলাদেশ/আরএস

Best Electronics
Best Electronics