Alexa জীবিকার সন্ধানে গিয়ে লাশ হলেন শ্রমিক

জীবিকার সন্ধানে গিয়ে লাশ হলেন শ্রমিক

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩০ ২৬ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাপ্রোচ সড়কের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার বিকেলে উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুবেল হোসেন ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন জানান, বৃহস্পতিবার বৃষ্টিতে পৌলি ব্রিজের অ্যাপ্রোচ অংশ ধসে যায়। পরে ধসে যাওয়া অংশ শনিবার বিকেলে মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর